সদস্য দেশগুলোর মধ্যে নিজেদের মুদ্রায় লেনদেন করার পরিকল্পনা ব্রিকসের
বিকাশমান অর্থনীতির দেশের জোট ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে নিজেদের জাতীয় মুদ্রায় লেনদেন করার পরিকল্পনা নিয়েছে। স্থানীয় সময় সোমবার রাশিয়ার নিজনি নোভগোরোডে অর্থনৈতিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই পরিকল্পনার কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৈঠকে আপাতত কোনো নতুন সদস্য নেওয়া হবে না সিদ্ধান্ত হয়। এছাড়া ভবিষ্যতে পূর্ণ সদস্যের পরিবর্তে ‘অংশীদার রাষ্ট্র’ হিসেবে নতুন দেশকে যুক্ত করা হবে সিদ্ধান্ত হয়। ভারতের হিন্দু বিজনেস লাইনের খবরে এসব তথ্য জানা গেছে।
লাভরভ বলেন, ব্রিকস গত বছর জোহানেসবার্গে অনুষ্ঠিত সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক ব্যবস্থার উন্নতির জন্য। পারস্পরিক বাণিজ্যে জাতীয় মুদ্রায় নিষ্পত্তির জন্য একটি প্ল্যাটফরম তৈরি করা হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি অভূতপূর্ব সম্প্রসারণের প্রক্রিয়ার মধ্যদিয়ে যাওয়া ব্রিকস জোট অংশীদারদের মধ্যে সরাসরি সম্পৃক্ততার কাঠামোর সমন্বয় করতে চাইছে। ‘আমাদের এজেন্ডা ব্যাপক। এটি এমন বিষয়গুলো অন্তর্ভুক্ত করে, যা ন্যায্য ভিত্তিতে ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করবে।’
এই মাসের শুরুর দিকে রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ জানান, ব্রিকস অর্থমন্ত্রীরা আর্থিক লেনদেনের সুবিধার্থে একটি সাধারণ ব্লকচেইনভিত্তিক সিস্টেম চালু করার সম্ভাবনা মূল্যায়ন করছেন।
জানুয়ারিতে রুশ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এলভিরা নাবিউলিনা বলেন, ব্রিকসের সহযোগী দেশগুলোর সঙ্গে জাতীয় মুদ্রায় রাশিয়ার লেনদেনের অংশ বেড়ে ৮৫ শতাংশ হয়েছে, যা দুই বছর আগে ছিল ২৬ শতাংশ।
ভারতের হিন্দু বিজনেস লাইনের খবরে আরও বলা হয়েছে, ব্রিকসের পরিধি বৃদ্ধির ফলে চীনের প্রভাব বাড়তে থাকবে। চীনের এ প্রভাবের লাগাম টানতে ভারত নতুন করে আরও কয়েকটি দেশকে সদস্যপদ দেওয়ার আগে পাঁচ বছরের বিরতি দিতে বলেছে। ভারতের এমন অবস্থানে সায় আছে ব্রাজিলের।
চীন ও রাশিয়া যখন ব্রিকসকে পুরোপুরি একটি পশ্চিমাবিরোধী ফোরামে রূপান্তরে আগ্রহী, ভারত ও ব্রাজিলের অবস্থান ঠিক এর উল্টো। ব্রিকসের পরিধি বাড়ানোর আগে বিরতি নেওয়ার ক্ষেত্রে ভারতের মনোভাবের বিপরীতে চীনের অবস্থান। ৩ জুন বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েডং বাংলাদেশের ব্রিকসের সদস্য হতে তার দেশের সমর্থনের কথা জানান।
ব্রিকস-এর শুরুতে সদস্য ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এই ব্লকের লক্ষ্য বৈশ্বিক ব্যবস্থায় পশ্চিমা প্রভাব মোকাবিলা করা। চলতি বছরের শুরুতে ব্রিকসে যোগ দিয়েছে মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ইথিওপিয়া।