Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদির মন্ত্রিসভায় কোনো মুসলিমের স্থান হয়নি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৫:৩৫ এএম

মোদির মন্ত্রিসভায় কোনো মুসলিমের স্থান হয়নি

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তার সঙ্গে শপথ নিয়েছেন জোট সরকারের মোট ৭১ জন মন্ত্রী। তাদের একজন প্রধানমন্ত্রী মোদি নিজে, বাকি ৭১ জনের মধ্যে ৩০ জন কেবিনেট মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।

এবারের নতুন মন্ত্রিসভায় নতুন মুখ ৯টি। এদিকে মোদির মন্ত্রিসভায় এবার নারী মন্ত্রী সাতজন। তবে এবারের মন্ত্রিপরিষদে একজনও মুসলিমের স্থান হয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের পাঁচজন মন্ত্রী হলেও জোটের কোনো শরিক কোনো মুসলিমকে মন্ত্রী করেনি। কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো শপথ গ্রহণ অনুষ্ঠান এই প্রথম মুসলিমবর্জিত হয়ে রইল।

বিজেপি এবার যে ২৪০টি আসন পেয়েছে তার মধ্যেও কোনো মুসলিম নেই। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন