Logo
Logo
×

আন্তর্জাতিক

আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ম্যাক্রো

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৬:৩০ পিএম

আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ম্যাক্রো

ইমানুয়েল ম্যাক্রো। ছবি: সংগৃহীত

ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইতোমধ্যে দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি। রোববার (৯ জুন) নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে বড় ব্যবধানে পিছিয়ে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর বিবিসির।

গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাক্রো বলেন, ইউরোপীয় পার্লামেন্টের ভোটের ফল তার সরকারের জন্য বড় ধাক্কা। আর এই ধাক্কা তিনি উপেক্ষা করার ভান করতে পারেন না।

তিনি বলেন, স্পষ্ট অবস্থান নেওয়ার গুরুত্বপূর্ণ সময় এটি। আমি আপনাদের বার্তা শুনেছি, উদ্বেগ শুনেছি। আমি সেগুলোকে বিনা জবাবে উপেক্ষা করবো না। শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করার জন্য ফ্রান্সের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

ম্যাক্রোর ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুন ফরাসি সংসদের নিম্নকক্ষের ভোট এবং ৭ জুলাই দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। 

গতকাল ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ২১টি দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিনই এসব নির্বাচনের ভোট ফেরত জরিপ আসতে শুরু করে। সেখানে দেখা যায়, ফ্রান্সে ডানপন্থীদের কাছে বড় ধাক্কা খেয়েছে ম্যাক্রোর দল।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন