Logo
Logo
×

আন্তর্জাতিক

মসজিদ থেকে জুতা চুরি করে ফাঁসলেন প্রবাসী

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৪:২৬ পিএম

মসজিদ থেকে জুতা চুরি করে ফাঁসলেন প্রবাসী

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের একটি মসজিদ থেকে জুতা চুরির অভিযোগে এক প্রবাসীকে আটক করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। রোববার (৯ জুন) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব টাইমস।

ওই প্রতিবেদনে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটক ওই ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে। তিনি মিসরের নাগরিক। এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের তার সম্পৃক্ততার ইতিহাস রয়েছে। এসবের মধ্যে একাধিক চুরি ও বিশ্বাসভঙ্গের মতো ঘটনা রয়েছে।

মিসরীয় ওই প্রবাসী যে মসজিদটি থেকে জুতা চুরি করেছেন সেটি সালমিয়া এলাকায় অবস্থিত। এই ঘটনার একটি ভিভিও প্রকাশ করেছে আরব টাইমস। সেখানে দেখা যায়, এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে মসজিদের গেটের ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তিনি জুতার বাক্সে রাখা জুতা তার ব্যাগে ঢুকাতে শুরু করেন। এরপর ব্যাগ ভরা হয়ে গেলে তিনি বের হয়ে যান। চুরির এই অভিযোগে ওই প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কুয়েতের মোট জনসংখ্যা মাত্র ৪৮ লাখের মতো। প্রবাসী আছেন ৩৩ লাখের মতো। দেশটিতে এত বেশি বিদেশি বসবাস করেন যে এখন নিজ দেশে কুয়েতিরাই প্রায় সংখ্যালঘু।  

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন