Logo
Logo
×

আন্তর্জাতিক

দুবাইয়ে ঈদুল আজহার সরকারি ছুটি চারদিন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১০:৫৭ পিএম

দুবাইয়ে ঈদুল আজহার সরকারি ছুটি চারদিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুবাইয়ে সরকারি কর্মচারীদের জন্য ৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস (এফএইচআর) এই ছুটির ঘোষণা করে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এফএইচআর জানায়, দুবাই এবার সরকারি অফিস ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ১৯ জুন থেকে পুনরায় অফিসের কার্যক্রম শুরু হবে। 

এদিকে গত ৭ জুন মানবসম্পদ ও আমিরাত মন্ত্রণালয় (মোহরে) বেসরকারি সেক্টরে ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করে। ১৯ জুন থেকে পুনরায় অফিসের কার্যক্রম শুরু হবে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট। তাদের এক বিবৃতিতে বলা হয়, দেশটিতে পবিত্র হজ পালিত হবে ১৫ জুন। পরদিন ১৬ জুন সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন