ভারতের লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে উত্তর প্রদেশ। ৮০ আসনের রাজ্যটি ভোটের মোড় ঘুরিয়ে দিয়েছে কংগ্রেস আর সমাজবাদী পার্টি। এ রাজ্যে ৪২টি আসনে জয় পেয়েছে কংগ্রেসের জোট ইন্ডিয়া। আর নরেন্দ্র মোদির জোট এনডিএ পেয়েছে মাত্র ৩৭ আসন।
বলা হয়, ভারতের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হয় উত্তর প্রদেশ থেকে। আর সেই যোগীরাজ্যে এনডিএ একরকম ধরাশায়ীই হয়ে পড়েছে।
মঙ্গলবার রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, 'উত্তর প্রদেশের এই জয়ের পিছনে আমার বোন প্রিয়াঙ্কার যথেষ্ট অবদান রয়েছে।'
অমেথি ও রায়বরেলিতে প্রিয়াঙ্কা গান্ধী সকাল থেকে রাত পর্যন্ত ২০টি পথসভা করেছিলেন। অন্যদিকে বিজেপি নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিংয়ের মতো শীর্ষ নেতাদের দিয়ে লাগাতার ব়্যালি, রোডশো করেছিল আসনেই।