Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদিকে ছেড়ে ইন্ডিয়া জোটে আসুন: নাইডু-নীতীশকে বললেন যশবন্ত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৪:২৮ এএম

মোদিকে ছেড়ে ইন্ডিয়া জোটে আসুন: নাইডু-নীতীশকে বললেন যশবন্ত

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে সরকার গঠনের জন্য যথেষ্ট আসন পাচ্ছে না। আবার কংগ্রেসের নেতৃত্বাধীন জোটও সরকার গঠন করতে পারছে না। এ জন্য এখন চন্দ্রবাবু নাইডু আর নীতীশ কুমারকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। 

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা এক্স হ্যান্ডেলে লিখেছেন, চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের উচিত ভারতের সংবিধান রক্ষার জন্য এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে চলে আসা। ইতিহাস তাদের এই কাজকে বিচার করবে। মোদি নির্লজ্জের মতো ভারতের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছেন। ইডি সিবিআই আর আয়কর অভিযানের মাধ্যমে তিনি রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের উপর আঘাত হানছেন। অবৈধ ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তিনি টাকার ক্ষমতার অপব্যবহার করছেন। ভোটে জেতার জন্য ও এমপি এমএলএ কেনার জন্য তিনি এটা করছেন। মিডিয়া, আমলাতন্ত্র, নির্বাচন কমিশনকে তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ক্ষমতা ধরে রাখার মোহ থেকে তিনি এসব করছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন