Logo
Logo
×

আন্তর্জাতিক

লক্ষণ খারাপ দেখে জোটের বৈঠক ডাকলেন মোদি

Icon

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০২:৩০ এএম

লক্ষণ খারাপ দেখে জোটের বৈঠক ডাকলেন মোদি

বুথফেরত জরিপ বা নিজদের প্রত্যাশার কোনোটিই পূরণ হচ্ছে না বিজেপির। লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না ক্ষমতাসীন দল বিজেপি। এ কারণে বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোটের দিকেই তাকিয়ে থাকতে হবে। এবার তাই বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোটের বৈঠক ডেকেছেন বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বুধবার বৈঠকের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি। এতে চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড উপস্থিত থাকবে বলে জানা গেছে। এর আগে বিজেপিও নিজেদের মধ্যে বৈঠক করবে। 

ভারতে সরকার গঠনে কোনো দলকে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৫৪৩টি আসনের মধ্যে পেতে হবে ২৭২টি। 

এদিকে বুধবার বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোটও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট বড় করে সরকার গঠনের সুযোগ থাকবে ইন্ডিয়া জোটের। এরই মধ্যে উত্তর প্রদেশে তাদের জয়জয়কার। এদিকে পশ্চিমবঙ্গেও বিজেপি পিছিয়ে আছে ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেসের কাছে। 

মহারাষ্ট্রে শিব সেনা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মধ্যে লড়াই চলছে। বিহারে এনডিএ জোটের নেতা নীতিশ কুমারকে নিজেদের জোটে পেতে চাইবে কংগ্রেস। এ ছাড়া জোটের বাইরে থাকা বিভিন্ন দলকেও ইন্ডিয়ার দিকে টানার চেষ্টা করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন