Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদির নিয়ন্ত্রণেই থাকছে দিল্লি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ১০:৪৫ পিএম

মোদির নিয়ন্ত্রণেই থাকছে দিল্লি

২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাত আসনেই বিজয়ী হয়েছিল বিজেপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও প্রাথমিক ভোট গণনায় বিজেপির প্রার্থীরা সেখানকার সাত আসনেই এগিয়ে আছেন। দিল্লির বিধানসভা নির্বাচনে আধিপত্য দেখালেও লোকসভায় বিশেষ সুবিধা করতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ও তার জোটের অন্যান্য প্রার্থীরা।

ঐতিহাসিকভাবে রাজধানীতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। তবে ২০১৩ সালের পর কংগ্রেসকে হটিয়ে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)।

কয়েক সপ্তাহের আলোচনার পর ফেব্রুয়ারির শেষে ইন্ডিয়া জোটের দুই দল কংগ্রেস ও এএপি আসন ভাগাভাগির পরিকল্পনা চূড়ান্ত করে। চার আসনে এএপি প্রার্থী দেয় আর বাকি তিন আসনে কংগ্রেস। আর বিজেপি এনডিএ জোটের অংশ হলেও দিল্লিতে বিজেপি ছাড়া জোটের অন্য কোনো দল প্রার্থী দেয়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দিল্লি লোকসভার প্রায় ৬০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানকার সাত আসনেই এগিয়ে আছেন বিজেপির প্রার্থীরা। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গণনা কার্যক্রমের এখন পর্যন্ত ১২ রাউন্ড শেষ হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন