Logo
Logo
×

আন্তর্জাতিক

বুথফেরত জরিপ ভুয়া: মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুন ২০২৪, ১০:০৬ পিএম

বুথফেরত জরিপ ভুয়া: মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের লোকসভা নির্বাচন নিয়ে প্রকাশ হওয়া বুথফেরত জরিপগুলো ভুয়া (ফেক) বলে দাবি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রোববার (২ জুন) টিভি নাইন বাংলায় দেওয়া সাক্ষাৎকারে মমতা এই দাবি করেন। 
তৃণমূল কর্মীদের শক্ত থাকার বার্তা দিয়ে তৃণমূল নেত্রী আরো বলেন, ‘আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা একেবারে ভেগ, একেবারে ফেক।’
তিনি বলেন, ‘সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে... কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসাব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে। গণনা ভাল করে করতে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসন আমরা জিতব।’
তৃণমূল কত আসন পাবে এমন প্রশ্নের মমতা বলেন, ‘আমি কোনো নম্বরে যাব না। কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে মাঠে-ময়দানে নেমে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনও মনে হয়নি যে, মানুষ আমাদের ভোট দেবেন না।’
উল্লেখ্য, এবিপি আনন্দ ও সি-ভোটার’ বুথফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গে এবার পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। এবার সবচেয়ে বেশি আসন পাবে নরেন্দ্র মোদির দল বিজেপি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন