বিশ্বের জনসংখ্যার অর্ধেক ভিসা ছাড়াই ইরান ভ্রমণের সুযোগ!
বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ভিসা ছাড়াই ইরান ভ্রমণের সুযোগ পাবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিষয়ক উপমন্ত্রী আলি আসগর শালবাফিয়ান এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর পর্যটন প্রধানদের অনলাইন বৈঠকে উপমন্ত্রী আলি আসগর শালবাফিয়ান বলেন, বর্তমানে বিশ্বের অর্ধেক জনসংখ্যার ইরানে কোনো ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ রয়েছে। কারণ সদস্য দেশগুলোর মানুষের ইরান ভ্রমণে ভিসা লাগবে না। আর এই দেশগুলোর জনসংখ্যা ৩০০ কোটির বেশি।
এসসিওর বর্তাম সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে- ইরান, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান।
আলি আসগর শালবাফিয়ান বৈঠকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজে বিভাগে ২৭টি ইরানী স্মৃতিসৌধের কথা উল্লেখ করেন যেগুলো ইরানি স্থাপত্য শিল্পের অন্যতম বৈচিত্র্যের পরিচয়। তিনি বলেন, ইরানি খাঁটি হস্তশিল্প যার মধ্যে ৩৯৮টি সত্যতা স্ট্যাম্প অর্জন করতে সফল হয়েছে, ইরানের পাচঁটি শহর 'হস্তশিল্প ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক' হিসেবে স্বীকৃতি, অনন্য ও ঐতিহ্যবাহী ইরানী খাবার, বৈচিত্র্যময় জলবায়ু পরিস্থিতি, বিশেষজ্ঞ চিকিৎসক ইত্যাদি নানা বিষয়ে অনন্য ক্ষমতার অধিকারী ইরানের মতো দেশ খুব কমই পাওয়া যাবে। সূত্র : তেহরান টাইমস।