Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাশিয়া

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৮:১৭ পিএম

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাশিয়া

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজি রাশিয়া। তবে আগে রাজি হওয়া চুক্তির শর্তেই ইউক্রেনের সঙ্গে আলোচনা হতে হবে। স্থানীয় সময় শুক্রবার বেলারুশের রাজধানী মিনস্কে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানান।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘ফের আলোচনা হোক, তবে এক পক্ষ যা চায় তার ওপর ভিত্তি করে নয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং বেলারুশ ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার সময় যেসব বিষয়ে একমত হয়েছিলাম, সেগুলোর ওপর ভিত্তি করে।’

২০২২ সালে ইস্তাম্বুলে আলোচনার সময় রাজি হওয়া চুক্তিগুলো দুই পক্ষকেই সন্তুষ্ট করেছিল জানিয়ে পুতিন বলেন, ‘ওই চুক্তির ভিত্তি ফের ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সমস্যা নেই।’

এর আগে যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিনকে আলোচনায় বসার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পুতিনের শর্তে তিনি রাজি হবেন কি না তা এখনও জানা যায়নি।  

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন