ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত হলেন রাইসি
ছবি: ইরনা
কয়েক দিনের আনুষ্ঠানিকতা শেষে নিজের শহর মাশহাদে শায়িত হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় তাকে সমাহিত করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।
এর আগে গত ১৯ মে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন তিনি। এই দুর্ঘটনায় তার সঙ্গে নিহত অন্যান্য কর্মকর্তার মধ্যে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ আরও আটজন। প্রত্যেককেই দেশের বিভিন্ন শহরে একই দিনে সমাহিত করা হয়েছে।
ইরনার এক প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় রাইসির শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে ইরানের পবিত্র শহর মাশহাদে অন্তত ৩০ লাখ মানুষ জড়ো হন। বিকেলে প্রেসিডেন্টের মরদেহ যখন দক্ষিণ খোরাসান প্রদেশের বিরজান্দ থেকে নিয়ে আসা হয় তখন মাশহাদের শহীদ মাশিনেজাদ বিমানবন্দরে বিশাল জনসমাগম দেখা যায়। পরে শোকগ্রস্ত মানুষের ভিড়ের মধ্য দিয়ে সুসজ্জিত একটি ট্রাকে করে তার কফিন নিয়ে যাওয়া হয় ইমাম রেজার মাজারে। সোনার গম্বুজ বিশিষ্ট ইমাম রেজা মাজারে দাফন করা হয়েছে রাইসিকে।
রাজধানী তেহরান থেকে ৯০০ কিলোমিটার পূর্বে অবস্থিত মাশহাদেই নবম শতাব্দীতে শায়িত হয়েছিলেন ইমাম আলী আল-রেজা।
এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেষকৃত্যে যোগ দিতে আসা মানুষদের আশ্রয় দেওয়ার জন্য মাশহাদের পাঁচ শতাধিক মসজিদকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এর আগে গত বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসির জানাজায় নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। জানাজার সময় রাইসির নাতিদের আলিঙ্গন করতে দেখা যায় খামেনিকে।