খারাপ আবহাওয়ার কারণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী দুর্ঘটনাকবলিত হেলিকপ্টার উদ্ধার কাজ বন্ধ হয়ে গেছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র বাবাক ইয়েকতাপারাস্ট বলেন, আবহাওয়া খারাপ হওয়ার কারণে উদ্ধার কার্যক্রম গেছে।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত এ অঞ্চলজুড়ে তীব্র কুয়াশা রয়েছে। এ কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি, তবে আরো অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, তাবরিজ এবং তেহরানে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
জানা গেছে, সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন। পথিমধ্যে বিরূপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণে বাধ্য হয়। এসময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি।