Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা থেকে ইসরায়েলি ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৩:৩৭ এএম

গাজা থেকে ইসরায়েলি ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি

শনি লুক (বাঁ থেকে), ইতজাক গেলেরেন্টার ও অমিত বুসকিলা। ছবি: আইডিএফ

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

মরদেহগুলোর পরিচয়ও শনাক্ত করেছে আইডিএফ। তারা হলেন, শনি লুক, অমিত বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার। 

আইডিএফ জানিয়েছে, ৭ অক্টোবর তাদের হত্যা করে তাদের দেহাবশেষ গাজায় নেওয়া হয়েছিলো। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, হামাসের একটি সুড়ঙ্গে মরদেহগুলো পাওয়া গেছে।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি শুক্রবার (১৭ মে) বলেন, নোভা রেভ থেকে জিম্মি হওয়া শনি লুক, অমিত বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টারের মরদেহ ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে উদ্ধার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বলছে, রেভ থেকে মেফালসিম জংশনে হামাস তাদেরকে হত্যা করে দেহ গাজায় নিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিন বেট এবং আইডিএফ যৌথ অভিযানে মৃতদেহগুলো উদ্ধার হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন