Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা সীমান্তে মিসরের সেনা মোতায়েনে উত্তেজনা বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১০:৪৪ পিএম

গাজা সীমান্তে মিসরের সেনা মোতায়েনে উত্তেজনা বৃদ্ধি

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে মিসরের উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে মিসর নিজেদের উত্তর-পূর্ব সিনাইয়ের গাজা সীমান্তে সামরিক বহর মোতায়েন করেছে। বৃহস্পতিবার (১৭ মে) সন্ধ্যায় সিনাই ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, উত্তর-পূর্ব সিনাইয়ের গাজা সীমান্তে অতিরিক্ত সাঁজোয়া যান এবং সৈন্য মোতায়েন করেছে মিসর। তারা মনে করছে, পার্শ্ববর্তী রাফায় ইসরায়েলি অভিযান অত্যাসন্ন।

সিনাই ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যুদ্ধের সাজে সজ্জিত পনেরটি সাঁজোয়া যানকে শেখ জুওয়েদের সিনাই বাসিন্দারা গাজা সংলগ্ন মিসরের সীমান্তের দিকে যেতে দেখে। এছাড়া পৃথকভাবে সাঁজোয়া যানের আরেকটি বহর শেখ জুওয়েদের দক্ষিণে আল-জৌরা গ্রামে পৌঁছেছে।

দক্ষিণ গাজার সীমান্ত শহর রাফায় আক্রমণকে কেন্দ্র করে মিসর ও ইসরায়লের মধ্যে বিবাদ শুরু হয়। এরই মধ্যে এ সামরিক বহর মোতায়েন করল মিসর। ইসরায়েল মিসরের পার্শ্ববর্তী রাফা সীমান্ত ক্রসিং দখল করে। পরে তারা সেখানে সামরিক অভিযান শুরু করে। এ সময় সেখানে প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন বাস্তুচ্যুত ফিলিস্তিনি ঠায় নিয়েছে।

রাফার এ অভিযান হামলাটি মিসরকে বিক্ষুব্ধ করে। ইসরায়েলের সঙ্গে তাদের ৪৫ বছরের শান্তি চুক্তি রয়েছে। এছাড়া নিরাপত্তার বিষয়েও তারা ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন