ডোনাল্ড লু’র ঢাকা সফরের কারণ জানাল যুক্তরাষ্ট্র
ডোনাল্ড লু। ছবি: সংগৃহীত
চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন। তার ঢাকায় আসার খবরটি বাংলাদেশের গণমাধ্যমে বেশ গুরুত্বসহকারে প্রকাশিত হচ্ছে।
এর আগে বেশ কয়েকবার ঢাকা সফর করেছেন লু। তবে এবার ঠিক কি কারণে ঢাকায় আসছেন তা নিয়ে জল্পনা ছিল। এবার বিষয়টি খোলাসা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।
শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড লু ১০-১৫ মে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবেন। সফরে তিনি প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং মুক্ত-উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করবেন।
বিবৃতিতে আরও জানানো হয়, ভারত ও শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ায় ছয় দিনের লম্বা সফরের শেষ সময়টা তিনি বাংলাদেশে কাটাবেন। ঢাকায় তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দসহ অন্যান্যদের সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারসহ মার্কিন-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।