Logo
Logo
×

আন্তর্জাতিক

২৩ দিনের জামিন পেলেন কেজরিওয়াল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৮:৪১ পিএম

২৩ দিনের জামিন পেলেন কেজরিওয়াল

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ২৩ দিনের জন্য জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে। কেজরিওয়ালের জামিনের  মেয়াদ আগামী ১ জুন পর্যন্ত। তার পর নতুন করে জামিন না পেলে লোকসভা ভোটের গণনার দিনে (৪ জুন) দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই কাটাতে হবে। 

দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিংঘভি অবশ্য আবেদন জানিয়েছেন, ভোটগণনার দিনে যাতে কেজরিওয়াল জেলের বাইরে থাকতে পারেন। তিনি জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করার আর্জি জানান। তবে তা নাকচ করে দিয়েছে দেশটির শীর্ষ আদালত।

বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। 

কেজরিওয়াল এখন দিল্লির তিহার কারাগারে আছেন । গত ২১ মার্চ তাকে গ্রেফতার করা হয়েছিল। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন