টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন পুতিন

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১০:৩৬ পিএম

টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রিউ হলে পঞ্চমবারের মতো রাষ্ট্র প্রধান হিসেবে শপথ নেন পুতিন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের বয়কট সত্ত্বেও এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। তার এই অভিষেকে তৈরি হয়েছে নতুন ইতিহাস ও রেকর্ড।
এই শতাব্দীর শুরু থেকেই রাশিয়ার ক্ষমতায় আছেন ৭১ বছর বয়সী পুতিন। মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি সব প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে আরও ছয় বছরের জন্য প্রেসিডেন্ট পদটি সুসংহত করেন তিনি।
তবে পুতিনের শপথ অনুষ্ঠানে দূত পাঠায়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, রাশিয়ার নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বিবেচনা করেনি যুক্তরাষ্ট্র। তাই পুতিনের শপথ অনুষ্ঠানে কেউ যাচ্ছেন না।
যুক্তরাজ্য ও কানাডা বলছে, তারা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কাউকে পাঠাবে না। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারাও এতে অংশ নেবে না।
ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র বলেছেন, ২০ টি ইইউ সদস্য রাষ্ট্র এই অনুষ্ঠান বয়কট করবে। তবে ফ্রান্স, হাঙ্গেরি ও স্লোভাকিয়াসহ ৭টি ইইউভুক্ত দেশ অনুষ্ঠানে অংশ নেয়।