Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৫:১৪ এএম

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস

কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস। এ খবরে আনন্দ প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা। তবে চুক্তির বিষয়ে এখনো ইসরায়েলের বক্তব্য পাওয়া যায়নি।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনএর খবরে বলা হয়, এক বিজ্ঞপ্তিতে হামাস জানিয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং মিসরীয় গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেলের সাথে ফোনে কথা বলেছেন। হামাস যুদ্ধবিরতি সংক্রান্ত তাদের প্রস্তাবে সম্মত বলে তিনি জানিয়েছেন। তবে যুদ্ধবিরতি কতদিনের জন্য হবে বা গাজায় জিম্মি ইসরায়েলিদের মুক্তি কোন শর্তে সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হামাস।

এদিকে হামাসের এক কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতির বিষয়টি এখন ইসরায়েলের ওপরই নির্ভর করছে। তবে ইসরাইলি গণমাধ্যমগুলো বলেছ, এটি এমন প্রস্তাব নয়, যেটি ইসরায়েল গ্রহণ করতে পারে। 

মধ্যস্থতার আলোচনার সাথে যুক্ত একটি কূটনৈতিক সূত্র সিএনএনকে জানিয়েছে, কাতারের রাজধানীতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির মধ্যে দিনব্যাপী বৈঠকের পর মধ্যস্থতাকারীরা হামাসকে চুক্তি মেনে নিতে রাজি করেছে। 

এ খবর প্রকাশ পাওয়ার পর ফিলিস্তিনিরা স্ট্রিপের কেন্দ্রস্থলে দেইর আল-বালাহ এবং উত্তরে গাজা শহরের রাস্তায় উদ্‌যাপন করতে শুরু করে। 

হামাস এমন এক সময়ে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার কথা জানিয়েছে, যখন গাজার দক্ষিণাঞ্চলের রাফাহে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এরই মধ্যে তারা রাফাহ শহরের পূর্বাঞ্চলে অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সেখানকার ১০ লাখের বেশি বাসিন্দাকে এলাকা ছেড়ে নিরাপদে আশ্রয়ে যেতে বলে লিফলেট ফেলেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন