Logo
Logo
×

খেলা

ওয়েস্ট ইন্ডিজ বাদ, নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০১ পিএম

ওয়েস্ট ইন্ডিজ বাদ, নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬২ বল থাকতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতেই বাংলাদেশের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা শঙ্কায় পড়ে যায়। এদিকে কঠিন সমীকরণে ব্যর্থ হওয়ায় নারী বিশ্বকাপের মূলপর্ব থেকে বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর নেট রানরেটে এগিয়ে থেকে বাংলাদেশ চলে গেল নারী বিশ্বকাপের মূলপর্বে। 

আজ শনিবার বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬২ বল থাকতে ৭ উইকেটে বাংলাদেশ হারলেও মূলপর্বে উঠার জন্য  ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল কঠিন সমীকরণ। ১০.১ ওভারেই থাইল্যান্ডের ১৬৭ রান তাড়া করতে হতো ক্যারিবীয় নারীদের।

ওয়েস্ট ইন্ডিজ সেটা পারেনি। ১০.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জয় হতে ১০ রান পিছিয়ে ছিল তারা। এতেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন