ফিলিস্তিন ও গাজাকে সাকিবের ১০ কোটি টাকা সাহায্যের খবরটি ভুয়া

রিউমর স্ক্যানার
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পিএম
-67f79f134e62a.jpg)
সম্প্রতি, “ফিলিস্তিন ও গাজাকে ১০ কোটি টাকা সাহায্য করেছে সাকিব আল হাসান” শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যমুনা টিভি “ফিলিস্তিন ও গাঁজাকে 10 কোটি টাকা সাহায্য করেছে সাকিব আল হাসান।” শীর্ষক শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, যমুনা টিভির ডিজাইন নকল করে উক্ত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি’র লোগো দেখা যায় এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৮ এপ্রিল ২০২৫ উল্লেখ পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্রে যমুনা টিভি’র ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। বিশ্লেষণে দেখা যায়, যমুনার প্রচলিত ফটোকার্ডটির ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির বেশ অমিল রয়েছে।
তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, অন্যান্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও সাকিব কর্তৃক ফিলিস্তিনকে সাহায্য করা সংক্রান্ত দাবির বিষয়ে কোনো তথ্য মেলেনি।
সুতরাং, “ফিলিস্তিন ও গাজাকে ১০ কোটি টাকা সাহায্য করেছে সাকিব আল হাসান।” শীর্ষক শিরোনামে যমুনা টিভি’র নামে ইন্টারনেটে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।