মাঠজুড়ে খেললেন হামজা, সুযোগ নষ্টের কারণে ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:১২ পিএম
-67e2d5ea66de2.jpg)
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরি নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই সামর্থ্যের শতভাগ দিয়ে খেলেছেন। মিডফিল্ড ও আক্রমণভাগে প্রাণবন্ত ছিলেন প্রথমার্ধে। আর বিরতির পর তপু বর্মণের অনুপস্থিতিতে তাকে খেলানো হয় সেন্টার ব্যাকে। সেখানেও দারুণ সফল।
তবে ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি বাংলাদেশ। অন্যদিকে অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে তেমন সুযোগ দেয়নি বাংলাদেশ। ফলে ভারতের মাঠ থেকে লাল-সবুজের প্রতিনিধিরা গোলশূন্য ড্র নিয়ে ফিরছে।
ম্যাচের প্রথম মিনিটেই বাংলাদেশের সামনে গোলের সুযোগ এসেছিল। ভারতীয় গোলরক্ষক বিশাল কাইথের ভুলে বল পেয়েছিলেন মজিবুর রহমান জনি, কিন্তু ফাঁকা পোস্টে বল রাখতে পারেননি তিনি। ৯ মিনিটে শেখ মোরসালিনের ক্রসে শাহরিয়ার ইমন হেড নিলেও লক্ষ্যে রাখতে পারেননি। এরপর আবারও ২১ মিনিটে সুযোগ নষ্ট করেন ইমন।
অপরদিকে ভারত প্রথম ভালো সুযোগ পায় ৩১ মিনিটে। লিস্টন কোলাচোর ক্রস থেকে উড়ন্ত সিংয়ের হেড ঠেকান বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। ফিরতি শটও আটকে দেন মিতুল। ৪১ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন জনি, কিন্তু এবারও তিনি ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিস্টন কোলাচো আক্রমণে গেলে পেছন থেকে এসে দারুণ ট্যাকল করেন হামজা চৌধুরী।
৫৫ মিনিটে লিস্টন আবারও সুযোগ তৈরি করেছিলেন। জনি বাধা দিলেও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি, লিস্টনের ক্রস থেকে ছেত্রী হেড নিতে চেয়েও ব্যর্থ হন।
এরপর ৬১ মিনিটে বিশাল কাইথ আবারও ভুল করে বল তুলে দেন জনির পায়ে, কিন্তু এবারও বাংলাদেশের ফরোয়ার্ড গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। এছাড়া ৭৩ মিনিটে কর্নার থেকে শুভাশিসের হেড পোস্টের সামান্য বাইরে চলে গেলে রক্ষা পায় বাংলাদেশ। ৮৪ মিনিটে সুনীল ছেত্রী হেড নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়।
এদিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে বাংলাদেশ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। এতে শেষ পর্যন্ত ০-০ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।