Logo
Logo
×

খেলা

মাঠেই অসুস্থ তামিম, নেওয়া হলো হাসপাতালে

বিসিবির বোর্ডসভা স্থগিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:০২ পিএম

মাঠেই অসুস্থ তামিম, নেওয়া হলো হাসপাতালে

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বিকেএসপির মাঠে চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ। ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

জানা গেছে, বুকে ব্যথা থাকায় হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্রের বরাতে দৈনিক প্রথম আলো’র অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে। 

তামিমের দল মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।

এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।

তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন