Logo
Logo
×

খেলা

আলমাদার দুর্দান্ত গোলে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পথে আরও এগিয়ে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:৫৪ এএম

আলমাদার দুর্দান্ত গোলে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পথে আরও এগিয়ে আর্জেন্টিনা

উরুগুয়ে বলের দখলে এগিয়ে থাকলেও, আক্রমণে বেশি কার্যকর ছিল আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি আসে তিয়াগো আলমাদার দুর্দান্ত শটে, যা ৬৮তম মিনিটে জাল খুঁজে নেয়।  

বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে লিওনেল স্কালোনির দল ১-০ ব্যবধানে জয় পায়। উরুগুয়ের মাঠে এই জয়ে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।  

ম্যাচজুড়ে আর্জেন্টিনার ১২ শটের চারটি লক্ষ্যে ছিল, যেখানে উরুগুয়ে ছয়টি শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল। রক্ষণে চাপের মুখেও আর্জেন্টিনা গোছালো ফুটবল খেলেছে, আর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন।  

শেষ মুহূর্তে নিকো গঞ্জালেস লাল কার্ড দেখলেও, জয় নিশ্চিত করে শীর্ষে থাকল আর্জেন্টিনা। এখন শুধু একটি পয়েন্ট পেলেই তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন