চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-নিউজিল্যান্ড: স্পিনের লড়াই নাকি শিরোপার মঞ্চ?

ছবি: আইসিসি ফেইসবুক
শিরোপার লড়াই, নাকি স্পিনের পরীক্ষা?—দুটোই! রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তা বলাই যায়।
স্পিনের লড়াইয়ে শিরোপার ফয়সালা
বিশেষজ্ঞ থেকে শুরু করে দুই দলের ক্রিকেটাররাও জানেন, স্পিনই হতে পারে ম্যাচের পার্থক্য। ভারতের চার স্পিনার এর আগেই কিউই ব্যাটিংকে ধসিয়ে দিয়েছিল, এবারও তারা থাকবে ফোকাসে। ফাইনালের আগে অনুশীলন, টিম মিটিং ও কৌশলে স্পিনই ছিল প্রধান আলোচনার বিষয়।
ফাইনালের আগে পুরনো স্মৃতি
ভারত ও নিউজিল্যান্ড এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে। ২০০০ সালে নাইরোবিতে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি শিরোপা জেতে। এবার ভারত জিতলে হবে প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কীর্তি।
রোহিত শর্মার দল এই মুহূর্তে ফেভারিট। তারা একমাত্র দল যারা পুরো টুর্নামেন্টজুড়ে একই মাঠে অনুশীলনের সুবিধা পেয়েছে। যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে, তবে কন্ডিশন ও উইকেট বুঝে নিজেদের শক্তি কাজে লাগানোর কৃতিত্বও তাদের প্রাপ্য।
ভারতের দারুণ ফর্ম, নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ
ভারত টানা চার ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। কন্ডিশনের সুবিধা, স্পিনারদের দাপট, টপ অর্ডারের ধারাবাহিকতা—সব মিলিয়ে তারা বেশ এগিয়ে। তবে ফাইনালের মঞ্চে সব সমীকরণ বদলে যেতে পারে। অতীতে বড় ম্যাচে ভারত চাপ সামলাতে না পারায় হেরেছে, যা তাদের জন্য একটি শঙ্কার বিষয়।
নিউজিল্যান্ড দলে অধিনায়ক মিচেল স্যান্টনারও স্বীকার করেছেন, স্পিনাররাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবেন। তাদের ব্যাটসম্যানরা কীভাবে ভারতীয় স্পিনারদের সামলান, সেটাই হবে মূল চ্যালেঞ্জ।
কোন দলে কারা থাকবে আলোচনায়?
ভারতের ব্যাটিংয়ে রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি নির্ধারণ করবেন ইনিংসের গতি। বোলিংয়ে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও চক্রবর্তী চতুষ্টয় স্পিন আক্রমণ সামলানো বড় চ্যালেঞ্জ হবে কিউইদের জন্য।
নিউজিল্যান্ডের জন্য কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে ও রাচিন রাভিন্দ্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। স্পিন আক্রমণে স্যান্টনার, ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস কীভাবে ভারতীয় ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেন, সেটাই দেখার বিষয়।
শেষ সুযোগের হাতছানি
ভারতের অনেক সিনিয়র খেলোয়াড়ের জন্য এটি শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকারা হয়তো আর একবার এই মঞ্চে নাও ফিরতে পারেন। একইভাবে নিউজিল্যান্ডের উইলিয়ামসনেরও এটি শেষ আইসিসি টুর্নামেন্ট হতে পারে।
সব মিলিয়ে রোমাঞ্চকর ফাইনালের মঞ্চ প্রস্তুত। ফেভারিট হয়েও ভারতকে নিউজিল্যান্ডের কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত থাকতে হবে। স্পিনারদের হাতেই নির্ধারিত হতে পারে ম্যাচের ভাগ্য—কে হাসবে শেষ হাসি? উত্তর মিলবে রোববার!