Logo
Logo
×

খেলা

সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত

স্থগিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটি। আজ শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্ধান্তের কথা জানান বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম। সেখানে নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানিয়েছেন।

পাঁচ সদস্যের গঠনতন্ত্র সংশোধন কমিটিতে ছিলেন- আহ্বায়ক বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব সাইফুল ইসলাম, বিসিবির লিগ্যাল অ্যাডভাইজর মো. কামরুজ্জামান, ব্যারিস্টার শেখ মাহদি এবং এ কে এম আজাদ হোসেন।

বিসিবি মূলত গঠনতন্ত্র সংশোধনের খসড়া নিয়ে ঢাকার ক্লাবগুলোর আপত্তির মুখেই এমন সিদ্ধান্ত নিয়েছে। খসড়ায় বিসিবির পরিচালক এবং কাউন্সিলরশিপে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধি কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ফাহিমের নেতৃত্বাধীন কমিটি–এমন অভিযোগ তুলে বিসিবিকে হুমকি-ধমকি দেয় ঢাকার ক্লাবকর্তারা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন