Logo
Logo
×

খেলা

বিপিএলের টিকেট না পেয়ে মিরপুর স্টেডিয়ামে তোলপাড়, বিবৃতি দিলো বিসিবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

বিপিএলের টিকেট না পেয়ে মিরপুর স্টেডিয়ামে তোলপাড়, বিবৃতি দিলো বিসিবি

আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা উঠবে। কিন্তু আজ রবিবার সকালেও টিকিট বিক্রির ব্যাপারে ছিল না কোনো আনুষ্ঠানিক ঘোষণা। টিকিট নিয়ে অনিশ্চয়তায় থাকা ক্রিকেটপ্রেমীরা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে রীতিমতো বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ ও টিকেট প্রত্যাশীদের মাঝে চলে ধাওয়া-পাল্টা ধাওয়াও। 

আজ রবিবার ভোর থেকে একাডেমি ভবনের বাইরের টিকেট কাউন্টারে জড়ো হতে থাকেন টিকেট প্রত্যাশীরা। কয়েক ঘণ্টা অপেক্ষার পর টিকিট বা এ বিষয়ে কোনো তথ্য না পেয়ে তারা জড়ো হন মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেটে। 

নিরাপত্তাকর্মীরা টিকেটের জন্য দর্শকরা বিক্ষোভ শুরু করলে অবস্থা সামাল দিতে গেট বন্ধ করে দেন। ভেতরে তাদের সঙ্গে অবস্থান নেন পুলিশ সদস্যরাও। বিক্ষুব্ধ দর্শকরা একপর্যায়ে সবাই মিলে ধাক্কা দিয়ে গেট খুলে ফেলেন, ভেতরে ঢুকে যান তারা। এ সময় পুলিশ ধাওয়া দিলে দর্শকরা দৌড়ে বাইরে চলে যান। ভেতর থেকে লোহার একটি দণ্ড দিয়ে গেট লাগিয়ে দেওয়া হয়। কিন্তু বাইরে থাকা দর্শকরা পাল্টা ধাওয়া দিয়ে আবারও ভেতরে ঢোকার চেষ্টা করেন।

ক্ষুব্ধ দর্শকদের একজন বলেন, “নতুন দেশে এবার বিপিএল নতুনভাবে করা হবে বলে ঘোষণা দিয়েছিল বিসিবি। কিন্তু কিছু কনসার্ট করা ছাড়া নতুন কিছু আর দেখি না। সবকিছু আগের মতোই। টুর্নামেন্ট শুরুর আগের দিনও টিকেটের কিছু জানানো হয়নি। দর্শকদের কোনো গুরুত্বই দেয় না বিসিবি।

আরেক দর্শক বলেন, “এটা কি পাড়া-মহল্লার টুর্নামেন্ট? বিশ্বের আর কোন দেশের লিগে শুরুর আগের দিনও টিকেট পাওয়া যায় না? এটা কেবল বিপিএলেই সম্ভব।”

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন পরে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতার দায় নিয়েই দাবি করলেন, ব্যাপারটি শুধু বিসিবির নিয়ন্ত্রণে ছিল না। তিনি বলেন, দায়ভার তো অবশ্যই আমাদের নিতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যারা খেলা দেখতে চান বা যারা আগ্রহী, তাদের কাছে তথ্যগুলো আরও আগে যাওয়া উচিত ছিল। না যাওয়ার দায় পুরোপুরি আমাদের।

তিনি আরও বলেন, আগের মতো না হলে ভালো হতো। আমি ঠিক জানি না, সুনির্দিষ্ট করে কী হয়েছে। তবে শুধু বিসিবির ব্যাপার নয়। এখানে ব্যাংক ও অন্যান্য স্টেকহোল্ডারদের ব্যাপার ছিল, টিকেট দর্শকদের কাছে পৌঁছানোর জন্য। সেখানে কিছু ঘাটতি হয়তো রয়ে গেছে। তবে দায়টা অন্য কাউকে দেওয়া যাবে না, দায় ক্রিকেট বোর্ডেরই এবং মাথা পেতে নিতে হবে দায়।

অবস্থা সামাল দিতে বিসিবি সকাল পৌনে ১২টার দিকে টিকেট বিক্রি নিয়ে বিবৃতি দেয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়, বিসিবি নিজ দায়িত্বে অনলাইনে টিকেট বিক্রি করবে। টিকেট পাওয়া যাবে (www.gobcbticket.com.bd) সাইটে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্ধারিত সাতটি ব্র্যাঞ্চ থেকে সংগ্রহ করা যাবে টিকেট। টিকেটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা, সর্বনিম্ন ২০০ টাকা। 

এছাড়া মধুমতি ব্যাংকের মিরপুর শাখা (মিরপুর ১১), মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং), উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড), গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝে), ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭), কামরাঙ্গীরচর শাখা এবং ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)। আজ থেকেই এসব বুথে গিয়ে টিকেট সংগ্রহ করা যাবে। আজ বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত টিকেট বিক্রি করা হবে। অন্যান্য কার্যদিবসে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত টিকেট বিক্রি করা হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন