Logo
Logo
×

খেলা

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন হামজা দেওয়ান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন হামজা দেওয়ান

লাল সবুজের জার্সি পড়ে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর পর হামজা লাল সবুজের জার্সি পড়ে খেলবেন। আজ বৃহস্পতিবার এমন সবুজ সংকেতই দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। 

এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এ সদ্ধিান্ত জানিয়েছে। 

ফুটবলার হামজা চৌধুরী নিজেও তার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে’।

হামজা আগেই বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। এই কমিটির কাছ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছে বাফুফে। 

এর ফলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশি জার্সি পরে খেলতে আর কোনো আইনত বাধা রইল না ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরীর। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী ছিলেন এই ইংল্যান্ড প্রবাসী। যে প্রত্যাশা নানা ধাপ পেরিয়ে অবশেষে পূরণ হতে চলেছে। 

হামজা চৌধুরী এর আগে ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। এবার তাকে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন