Logo
Logo
×

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০১ রানে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০১ রানে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ক্যারিবীয় অঞ্চলের সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ।

২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এই সিরিজে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং ব্যাটার জাকের আলী তারকা খেলোয়াড় হিসাবে আবির্ভূত হন।

চতুর্থ ইনিংসে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ২৮৭ রানের লক্ষ্য অর্জন করতে নেমে ১৮৫ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাইজুল।

টেস্টে এটি তাইজুলের ১৫তম এবং ক্যারিবিয়ান মাটিতে তার প্রথম পাঁচ উইকেট শিকার। তাকে সমর্থন করেন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তারা সম্মিলিতভাবে আরও উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে জাকের আলীর দ্রুত করা ৯১ রান ইনিংসে বাংলাদেশকে এগিয়ে দেয়।

৫ উইকেটে ১৯৩ রানে চতুর্থ দিন শুরু করা জাকের সকালের সেশনে দলের ৭৫ রানের মধ্যে ৬২ রান নেন। দিনের শুরুতে আলজারি জোসেফের হেলমেটে আঘাত পেলেও পাঁচটি ছক্কা ও আটটি বাউন্ডারির সাহায্যে পাল্টা আক্রমণাত্মক ইনিংস খেলেন জাকের। তার প্রচেষ্টায় বাংলাদেশকে ২৬৮ রানে পৌঁছিয়ে চ্যালেঞ্জিং টার্গেট নির্ধারণ করা হয়।

ওয়েস্টইন্ডিজ লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিবদ্ধ চেষ্টায় শুরু করে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৪৩ ও কাভেম হজ ৫৫ রান করেন।

কিন্তু তাইজুলের স্পিন ওয়েস্টইন্ডিজের প্রধান ব্র্যাথওয়েট ও কামেভ হজের গুরুত্বপূর্ণ মিডল অর্ডার ভেঙে দেয়।

বাংলাদেশের বোলাররা সাবিনা পার্কের পিচের অসম বাউন্স এবং টার্নকে পুঁজি করায় মাত্র ৪২ রানে স্বাগতিক দলের শীর্ষ ছয় উইকেটের পতন ঘটে।

প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের জয়টি ছিল উল্লেখযোগ্য পরিবর্তন।

মেহেদী বলেন, ‘প্রথম ইনিংসে নাহিদ, তাসকিন ও হাসান মাহমুদ অসাধারণ ভূমিকা রাখেন। দ্বিতীয় ইনিংসে তাইজুল অসাধারণ পারফর্ম করেন।’

ওয়েস্ট ইন্ডিজের জন্য পরাজয় তাদের ক্রমাগত ব্যাটিং দুর্বলতাই সামনে উঠে আসে। রানের লক্ষ্য অর্জন করতে নেমে ভালো সূচনা করলেও সুশৃঙ্খল বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে লড়াই করে তারা।

ব্র্যাথওয়েট বলেন, 'ব্যাটিং গ্রুপের ধারাবাহিকতা ও কঠোর পরিশ্রম দরকার।’

চলতি ২০২৪ সালে এটি বাংলাদেশের চতুর্থ টেস্ট জয়। এটি টেস্ট ক্রিকেটে তাদের সেরা বছর হিসেবে পরিগণিত। এটি অতীতের অবস্থার তুলনায় তাদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসও প্রমাণ করেছে। জাকের এবং রানার মতো উভয় তরুণ ও জ্যেষ্ঠ খেলোয়াড়দের অবদান রয়েছে।

দুই দলই এখন টেস্ট সিরিজে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন