Logo
Logo
×

খেলা

মালদ্বীপকে হারাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম

মালদ্বীপকে হারাল বাংলাদেশ

২০২৪ সালে ৭ ম্যাচের ৬টিতেই হার দেখা বাংলাদেশ ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। হাভিয়ের কাবরেরার শিষ্যরা ১-১ সমতায় প্রথমার্ধ শেষে করলেও এগিয়ে যায় দ্বিতীয়ার্ধেই। শেষমেশ লাল-সবুজের প্রতিনিধিরা ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত করে। মালদ্বীপের হয়ে আলি ফাসির ও বাংলাদেশের হয়ে মজিবুর রহমান জনি গোল করেছেন। 

আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত। তবে ডানপ্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব।

তবে ১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ। তবে লাফিয়ে উঠে তা প্রতিহত করেন গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলি ফাসির জোরালো শট করেন। তবে শটটি বারের ওপর দিয়ে চলে যায়। তবে মালদ্বীপকে গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আলি ফাসির ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মণের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান। ডি-বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। 

এদিকে ম্যাচের ৪৩তম তম মিনিটে ডি-বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে দলকে এগিয়ে নেন মজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। পরে দ্বিতীয়ার্ধের খেলায় ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন