Logo
Logo
×

খেলা

ইউরোপের ক্লাব থেকে ডাক পেয়েছেন সাফজয়ী সাবিনা ও ঋতুপর্ণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

ইউরোপের ক্লাব থেকে ডাক পেয়েছেন সাফজয়ী সাবিনা ও ঋতুপর্ণা

ইউরোপের একটি ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্যের নায়ক ঋতুপর্ণা চাকমা আর টানা দুই সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন। ঋতুপর্ণা প্রস্তাবের কথা জানিয়েছিলেন, এবার ক্লাবের নাম ফাঁস করেছেন সাবিনা।

জানা গেছে, সাবিনা ও ঋতুপর্ণা উত্তর ম্যাসিডোনিয়ান নারী লিগের শীর্ষ ক্লাব ব্রেরা তিভেরিজার কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। ব্রেরা তিভেরিজায় বর্তমানে মাত্র দুজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তারা হলেন- ব্রাজিলের গোয়া চেউরি হারুমি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কপলি জেন।

গতকাল শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাবিনা সাংবাদিকদের জানান, ‘ঋতুপর্ণা এবং আমি উত্তর ম্যাসেডোনিয়ার একটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। কারণ ভিসার জটিলতা থাকতে পারে।’

প্রস্তাব করা দলটি এখন সেখানকার লিগ টেবিলের শীর্ষে রয়েছে জানিয়ে সাবিনা আরও বলেন, ‘তারা (ব্রেরা তিভেরিজা) প্রথমে চারজন খেলোয়াড়ের কথা জানায়, কিন্তু পরবর্তীতে দুইজন খেলোয়াড়ের কথা বলে।’

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এরপর গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন