Logo
Logo
×

খেলা

ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পিএম

ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা

বাংলাদেশের নারী ফুটবলাররা টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার বেলা ২ টা ১৫ মিনিটের দিকে সাফ শিরোপাজয়ীদের ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।তাদের বরণের জন্য অপেক্ষা করছে ছাদখোলা বাস।

গতকাল বুধবার সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী ফুটবলে ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প। এবার নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশের মেয়েরা।  নেপালে জালে বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। 

গতবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা। আগে থেকে ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। সাবিনারা এই বাসে করেই বাফুফেতে আসবেন। সেখানে তাদের সঙ্গে দেখা করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি গতকাল রাতেই সাফজয়ী নারীদের মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন