Logo
Logo
×

খেলা

নাসুমকে চড় মেরেছিলেন হাথুরু, ধামাচাপা দেন পাপন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম

নাসুমকে চড় মেরেছিলেন হাথুরু, ধামাচাপা দেন পাপন

বিশ্বকাপের মতো মঞ্চে জাতীয় দলের একজন ক্রিকেটারকে চড় মারেন সদ্য বরখাস্ত হওয়া চন্ডিকা হাথুরুসিংহ। তবে এমন গর্হিত অপরাধ করার পরও তাঁকে বাঁচিয়েছিলেন তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ১১ মাস পর সেই ঘটনাতেই আজ মঙ্গলবার হাথুরুসিংহ বরখাস্ত হলেন ।

চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ চলাকালীন হাথুরুর বিরুদ্ধে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ওঠেছিল। শুরুতে এমন ঘটনা ডাহা অস্বীকার করেছিল বিসিবি এবং হাথুরু। গত বছরের ৫ ডিসেম্বর মিরপুরে এমন প্রশ্নে তেলে-বেগুনে জ্বলে উঠেছিলেন তিনি।

চন্ডিকা হাথুরুসিংহ তখন বলেন, যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে যে এ রকম কিছু করার মতো লোক আমি কিছুতেই নই। আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।

এদিকে অন্তর্বর্তী কোচ ফিল সিমন্স তখন বলেছিলেন, ‘আর ইউ ম্যাড?’ সেদিন তাহলে কী ঘটেছিল? এবার বাংলাদেশ দলের হেড কোচের জবাব, ‘আমি জানলেই না বলব যে কী ঘটেছিল!’ নিউজিল্যান্ড ম্যাচের সময় উপস্থিতদের কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি, ‘যারা সেদিন ওখানে উপস্থিত ছিল, তাদের কাছেই জিজ্ঞেস করে দেখুন না। বুলশিট।’

এর তিন দিন পর মিরপুরেই একই প্রশ্নের জবাব দিতে হয়েছিল তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। ওই বছরের ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে এমন ঘটনা অস্বীকার করে পাপন বলেছিলেন, ‘আমি অনেকদিন ধরেই দেখছি। এটা ডাহা মিথ্যা। এরপর আর কিছু বলার নাই। আমি জানি না। আমি কোনো দিনই শুনিনি এমন ঘটনা। আমি এই ধরনের কোনো কথাই শুনি নি।’

তিনি আরও বলেছিলেন, ‘এক্সসেপ্ট যখন নাকি এটা টিভিতে প্রচার করা হলো এবং এখানটায় ফার্স্ট একটা জিনিসই আমি ওনাদেরকে বলেছি যারাই আমার সঙ্গে যোগাযোগ করেছে এখানটাই যেটা বলা হয়েছে আমি কোচকে শাসিয়েছি সামথিং লাইক দ্যাট- আমি তো জানি না। সো এরপর আমার তো কিছু বলার নাই। যে জিনিসটা আমি জানি মিথ্যা। সেই জিনিসটা নিয়ে।’

কিন্তু গণমাধ্যমের তদন্তে ঠিকই প্রকাশিত হয় আসল ঘটনা। ঘটনাস্থলে থাকা একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। চাপে পড়ে লোক দেখানো একটি তদন্ত কমিটি গঠন করে পাপনের বিসিবি। কিন্তু সেই তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছেড়ে পালান পাপন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন