Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। আগামীকাল বুধবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেবেন।

তবে মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না। দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান তিনি। ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে আগামী ১২ অক্টোবর। সেদিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন