Logo
Logo
×

খেলা

অবশেষে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম

অবশেষে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার পদত্যাগের কারণ জানা যায়নি।

২০০৬ সালে ক্রিকেট থেকে অবসর নেন খালেদ মাহমুদ সুজন। তবে ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি। কিছুদিন পরই কোচিংয়ে নেমে পড়েন। জাতীয় দলের সহকারী ও হেড কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। লম্বা সময় ধরে বোর্ড পরিচালকের পদে ছিলেন।

সুজনের বিরুদ্ধে বিভিন্ন সময় স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে। তিনি বিসিবির পরিচালকের পদে যেমন ছিলেন, তেমনি দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন আবার কোচিং করিয়েছেন বিপিএল ও ডিপিএলে। 

শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিসিবিতে বেশ পরিবর্তন এসেছে। সভাপতি নাজমুল হাসান পদত্যাগ করেছেন। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। এছাড়া পরিচালক জালাল ইউনুস, নাঈমুর রহমান দুর্জয়, শফিউল আলম চৌধুরী নাদেল পদ ছেড়েছেন। আর অসুস্থতা দেখিয়ে ছুটি নিয়েছেন দুই পরিচালক মনজুর কাদের ও এনায়েত হোসেন সিরাজ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন