Logo
Logo
×

খেলা

নেপালকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৫:২৭ পিএম

নেপালকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। বয়সভিত্তিক সাফে এটাই  বাংলাদেশের প্রথম শিরোপা। 

আজ বুধবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম লিড নেয় বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম দুর্দান্ত এক ফ্রি কিকে লক্ষ্য ভেদ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ওই মিরাজুলের গোলে শিরোপার গন্ধ পেতে শুরু করে বাংলাদেশ যুবা দল। ৫৫ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি। 

এরপর রাব্বির গোলে ব্যবধান ৩-০ হয়। ম্যাচের ৭০ মিনিটে গোল করেন তিনি। তবে পরেই গোলরক্ষক আসিফ হোসেনএক গোল হজম করে বসেন। তাতে অবশ্য বড় জয় আটকায়নি। ম্যাচে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। শেষ বাঁশির আগে আরও এক গোল করে বড় জয় নিয়েই শিরোপার উচ্ছ্বাসে মেতেছেন কোচ একেএম মারুফুল হকের দল। পিয়াস আহমেদ শেষ গোলটি করেন।

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে রানার্স আপ হয়েছিল। এছাড়া নেপালের মাটিতে বাংলাদেশ ১৯৯৯ সালে সাউথ এশিয়ান গেমসের ফুটবলে স্বর্ণ জিতেছিল। বাংলাদেশের মেয়েরা ২০২২ সালে নারী সাফের শিরোপাও এই নেপালেই জিতেছে। বাংলাদেশ অনূূর্ধ্ব-২০ দল এবারের সাফ শুরু করেছিল গ্রুপ পর্বে এই নেপালের কাছে হেরে। বাংলাদেশের যুবারা ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রতিশোধ নিল।  

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন