Logo
Logo
×

খেলা

পাকিস্তানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৪:১৩ পিএম

পাকিস্তানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

উইকেট নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের উদযাপন।

বাংলাদেশ ২০০১ থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে। তবে কোনো জয়ের দেখা পায়নি। আজ রবিবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট জিতে ‘এক ঢিলে দুই পাখি’ মারল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলদেশ।

এর আগে আজ ৩০ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম ঠান্ডা মাথায় ব্যাটিং করতে থাকেন। ইনিংসের চতুর্থ বলে শাহিন শাহ আফ্রিদিকে লেগ সাইডে ফ্লিক করতে যান জাকির। তবে লিডিং এজ হওয়া বল ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে হয়ে যায় চার।

নাসিম শাহ বোলিংয়ে এসে চতুর্থ ওভারে হজম করেছেন দুই চার। ওভারের পঞ্চম বলে চার এসেছে লেগ বাই থেকে। সাদমান শেষ বলে মিড অন দিয়ে চার মেরেছেন। এতে ৪ ওভারে ১৮ রান তুলে ফেলা বাংলাদেশের জিততে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বাংলাদেশ সপ্তম ওভারের তৃতীয় বলে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৩০ রান। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন