Logo
Logo
×

খেলা

বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রার্থনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:৩৪ পিএম

বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রার্থনা

ছবি: সংগৃহীত

এবার বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন ১৭ হাজার ৫০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজ।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যবহার করা একটি ছবি পোস্ট করে করেন এনজো। ছবিটির ক্যাপশনে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার লেখেন, ‘আমার বাংলাদেশি ভক্তরা, আমি তোমাদের শুনতে পারছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি।’ 

এই পোস্টের কমেন্ট বক্সে কৃতজ্ঞতা প্রকাশ করেন  বাংলাদেশিরা। এর আগে গত ১৯ জুলাই আরও একটি পোস্ট করেন এনজো। তখন তিনি লেখেন, ‘বাংলাদেশে যে সকল মানুষ বিপদে আছেন তাদের জন্য সহমর্মিতা জানাই ও প্রার্থনা করছি।’ প্রায় দুই লক্ষ মানুষ পোস্টটিতে রিয়্যাক্ট দেন।

গত বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার দৃশ্য নিয়ে মাতামাতি হয় আর্জেন্টিনাতেও। স্বয়ং লিওনেল মেসিও এটা নিয়ে কথা বলেন, কৃতজ্ঞতা জানান। আর্জেন্টাইনরা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন