Logo
Logo
×

খেলা

ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ?

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৩:৪১ পিএম

ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ?

অস্ট্রিয়াকে বিদায় করে ১৬ বছর পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তুরস্ক। এর মাধ্যমে চূড়ান্ত হয়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরের সেরা আট দল। 

আগামী শুক্রবার (৫ জুলাই) দুটি এবং শনিবার (৬ জুলাই) দুটি করে কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই চার ম্যাচে বিজয়ীরা যাবে সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া দলগুলো হলো সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক।

শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন। আর রাত একটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স।

এদিকে পরের দিন শনিবার অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। সেদিন কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মাঠে নামবে গত আসরের রানার্সআপ ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। আর রাত একটায় সেমিফাইনালের শেষ টিকিট কাটতে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও তুরস্ক।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন