Logo
Logo
×

খেলা

আইসিসির থেকে রোহিতদের ৬ গুণ বেশি টাকা দিচ্ছে বিসিসিআই

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১১:০৭ পিএম

আইসিসির থেকে রোহিতদের ৬ গুণ বেশি টাকা দিচ্ছে বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আইসিসি থেকে ২০ কোটি রুপি পেয়েছে রোহিতরা। তবে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে। বিসিসিআই বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের ১২৫ কোটি রুপি পুরস্কার দিচ্ছে।

শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। আইসিসি চ্যাম্পিয়ন দলকে ২৪ লাখ মার্কিন ডলার দিয়েছে। এটি ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি ৪২ লাখ রুপি। 

ভারত বিশ্বকাপ জেতার পর এক্সে ভারতীয় কিক্রেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণাটি দেন জয় শাহ। তিনি, ‘আমি আনন্দচিত্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি ঘোষণা করছি। দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ প্রতিভা, প্রত্যয় ও খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়েছে। এই অনন্যসাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন