Logo
Logo
×

খেলা

মেসি না থাকলেও জয় থামেনি আর্জেন্টিনার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:১২ পিএম

মেসি না থাকলেও জয় থামেনি আর্জেন্টিনার

কোপা আমেরিকায় গ্রুপের শেষ ম্যাচেও জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি না খেললেও জয়ের ধারা থামেনি বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশ সময় রবিবার সকালে হওয়া ম্যাচে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে হারিয়েছে পেরুকে। 

চোটের জন্য পেরুর বিরুদ্ধে খেলেননি মেসি। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন লাউতারো মার্তিনেজ।

মেসি না থাকলেও ম্যাচে শুরু থেকেই চাপে ছিল পেরু। তাদের গোলরক্ষক গ্যালিসই বলা যায় প্রথমার্ধের নায়ক। অন্তত চারবার নিশ্চিত গোল ঠকিয়েছেন তিনি। 

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করেন ডি মারিয়ারা। একের পর এক আক্রমণে পেরুর রক্ষণ ছিল তটস্থ। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন