Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

দ্বিতীয় শিরোপা ঘরে তুলল ভারত

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:০২ এএম

দ্বিতীয় শিরোপা ঘরে তুলল ভারত

ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে বিশ্ব আসরে বারবার সেমিফাইনাল খেললেও এই প্রথমবার ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালে সফল হতে পারেনি দলটি। ৭ রানে হারল দক্ষিণ আফ্রিকা। এতে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল ভারত। চ্যাম্পিয়ন হলো ভারত। 

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় ভারতের বিরুদ্ধে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। 

এর আগে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দিয়েছিল ভারত। জবাবে এক পর্যায়ে ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নিয়ে এলেও স্নায়ুচাপে ভেঙে পড়ে ম্যাচ হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যান্ত ১৬৯ রান করতে পারে তারা। ম্যাচ হেরেছে ৭ রানের ব্যবধানে। 

এর আগে পাওয়ার প্লেতে রোহিত-পন্ত-সূর্যকুমারকে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে ৫ নম্বরে ব্যাট করতে এসে অক্ষর জুটি গড়ে বিরাট কোহলির সঙ্গে। এরপর দলকে টেনে নিয়ে যান অক্ষর ও কোহলি। দুজনে গড়েন ৭২ রানের জুটি। 

তবে ভুল বোঝাবুঝির কারণে ৩১ বলে ৪৭ করে রানআউট হয়ে ফেরেন অক্ষর। আর ৫৯ বলে ৭৬ রান করে আউট হন কোহলি।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০ ওভারে ১৭৬/৭


দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ১৬৯/৮

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন