Logo
Logo
×

খেলা

দুর্দান্ত বোলিংয়ে ফাইনালে ভারত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০২:০৬ এএম

দুর্দান্ত বোলিংয়ে ফাইনালে ভারত

দুর্দান্ত বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে শিরোপাধারী ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে প্রথম আসরের চ‍্যাম্পিয়ন ভারত। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব নিয়েছেন তিনটি করে উইকেট। আর জসপ্রীত বুমরাহ পেয়েছেন দুই উইকেট। ইংল্যান্ডের  দুজন ব্যা্টার হয়েছেন রান আউট। ২৯ জুন ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

গায়ানায় বৃষ্টির বাগড়া হতে পারে তার পূর্বাভাস আগেই ছিল। যথাসময়ে তা ফলেছেও! বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হয়েছে। শুরু হবার পর  ৮ ওভারের মাথায় তা আবার থেমেছে। এমন বিঘ্নিত ম্যাচে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে ভারত।

এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেট ধীর। সঙ্গে ছিল নিচু বাউন্স। রান তাড়ায় ইংল্যান্ডকে ভালো চ্যালেঞ্জই ছুড়ে দেয় ভারত।

জবাবে ১৬ ওভার ২ বল খেলে ১০৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন