ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে বিয়ে করছেন দেশটির সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা—সম্প্রতি এমন একটি গুজব ছড়িয়ে পড়ে ভারতীয় মিডিয়ায়। শুধু ভারতের মিডিয়া নয়, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমেও এই নিয়ে সংবাদ প্রকাশিত হয়। কোনো সূত্রের নিশ্চিত বা কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই দাবি করা হয়, চলতি বছরের আগস্ট সম্ভবত এই দুই তারকা বিয়ে করছেন।
গত বৃহস্পতিবার (২০ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সানিয়া মির্জা ও শামির বিয়ের খবরটি অনুমানমূলক এবং কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা হয়নি।
এই দুই তারকার সম্ভাব্য বিয়ে নিয়ে তথ্যসূত্রহীন ওইসব সংবাদের পর মুখ খুলতে বাধ্য হন খোদ সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। গতকাল শুক্রবার (২১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব কিছু নোংরামি। এটা মিথ্যা। শামির সঙ্গে সানিয়ার দেখাও হয়নি।
কথা হলো এই শামিকে সানিয়া বিয়ে করছেন এই গুজবটা ছড়াল কীভাবে কিংবা এর সূত্রপাত কীভাবে হয়? ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগে বিয়ে নিয়ে নিজের চিন্তা-ভাবনা শেয়ার করেন সানিয়া মির্জা। ভারতীয় ক্রিকেটার শামিও একই কাজ করেন। আর এটিই এই দুই ক্রীড়া তারকার ফ্যানদের নতুন ভাবনার খোরাক দেয়।
তারা ভাবতে শুরু করেন, এই দুই তারকার এক হয়ে বিয়ে করা উচিত। ভক্তরা তাদেরকে উদ্দেশ করে বলতে শুরু তাদের খুব মানিয়েছে (পারফেক্ট ম্যাচ)। এরপরই সানিয়া ও শামির বিয়ের একটি এডিটেড ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেনন্ট-এআই) দিয়ে তৈরি করা হয়।
প্রসঙ্গত: সানিয়া মির্জা পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সাবেক স্ত্রী। তাদের সংসারে ইজহান মির্জা মালিক নামে একটি ছেলে রয়েছে। ইজহান তার মায়ের সঙ্গে থাকে। চলতি বছরের শুরুতে সানিয়ার মির্জার বাবা শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার ছাড়াছাড়ির বিষয়টি নিশ্চিত করেন। ২০১০ সালে শোয়েব-সানিয়ার বিয়ে হয়েছিল। ডিভোর্সের পর ইতোমধ্যে শোয়েব পাকিস্তানি জনপ্রিয় এক টিভি তারকাকে বিয়ে করেছেন।
মোহাম্মদ শামিরও গত বছর স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ছাড়াছাড়ি হয়। এর আগে শামির বিরুদ্ধে হাসিন অভিযোগ করেছিলেন, শামি পরকীয়া, ম্যাচ পাতানো এবং তাকে মারধর করেছেন।