Logo
Logo
×

খেলা

শীর্ষে আর্জেন্টিনা, ভুটানের পেছনে বাংলাদেশ

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৬:২৯ পিএম

শীর্ষে আর্জেন্টিনা, ভুটানের পেছনে বাংলাদেশ

লাতিন অঞ্চলের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে। শুরুর দিনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগেই সুখবর পেয়েছে লিওনেল মেসির দল। হালনাগাদ ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মেসি বাহিনী।

র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা ছাড়াও ফ্রান্স ও বেলজিয়াম আগের মতোই টেবিলে আছে। দ্বিতীয় ফ্রান্স ও তৃতীয় স্থানে বেলজিয়াম। এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল। আর এক ধাপ নেমে পঞ্চম স্থানে চলে গেছে ইংল্যান্ড। পর্তুগাল ষষ্ঠ, নেদারল্যান্ডস সপ্তম ও স্পেন আছে অষ্টম স্থানে।

এদিকে র‍্যাংকিংয়ে এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপ বাছাইয়ে লেবানন ও অস্ট্রেলিয়ার কাছে হার এই অবনতির কারণ। অপরদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে ভুটান। তাদের অবস্থা ১৮৩তম। এছাড়া ভারতের তিন ধাপ অবনমন হয়ে ১২৪, মালদ্বীপ ১৬০, নেপাল ১৭৫, ভুটান ১৮৩, পাকিস্তান ১৯৭ ও শ্রীলঙ্কা ২০৫তম স্থানে আছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন