Logo
Logo
×

খেলা

রেকর্ড গড়ে আফগানিস্তানকে ২১৯ রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজের

Icon

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৯:০৬ এএম

রেকর্ড গড়ে আফগানিস্তানকে ২১৯ রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজের

ছবি: সংগৃহীত

ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড করে আফগানিস্তানকে বড় টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ মঙ্গলবার (১৮ জুন) গ্রুপ পর্বের খেলায় টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান।

ব্যাটে নেমে ১ ওভার ৫ বলে ব্রান্ডন কিংকে হারালেও পরবর্তীতে বড় জুটি গড়েন নিকোলাস পুরান ও জনসন চার্লস। তাদের ৮০ রানের জুটি ভাঙে ৮ তম ওভারের শেষ বলে নাভিন উল হকের বলে গুলবাদিন নাইভের হাতে ৪৩ রানে চার্লস ক্যাচ দিয়ে ফিরলে। এরপর শাই হোপ ও রভমেন পাওয়েলকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস টেনে নেন পুরান। ১৯ ওভার ৪ বলের মাথায় ৫৩ বলে আট ৬ ও ছয়টি চারে ৯৮ রান করে রান আউট হয়ে ফেরেন পুরান। 

এছাড়া শাই হোপ ১৭ বলে ২৫ ও  রভমেন ১৫ বলে করেন ২৬ রান। প্রথম এবং শেষ পাঁচ ওভারে আফগানিস্তান বোলারদের তুলোধোনা করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ফলে প্রথম ইনিংস শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ২১৮ রান। এটিই ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোর। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন