Logo
Logo
×

খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, আবারও ব্যর্থ টপ অর্ডার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৬:৩৩ এএম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, আবারও ব্যর্থ টপ অর্ডার

ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সোমবার (১৭ জুন) টস হেরে ব্যাটিং করছে টাইগাররা।

এদিকে, জিতলেই সুপার এইট, এমন সহজ সমীকরণে নেপালের বিপক্ষে ব্যাট করতে নেমে বিপদে বাংলাদেশ। টপ অর্ডারের চার উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা।

নেপালের পেসার সোমপাল কামির প্রথম বলে উইকেট ছেড়ে মারতে এসে কট অ্যান্ড বল হন তানজিদ হাসান (০)। পরে আম্পায়ার স্যাম নোগাজস্কি লিটন দাসকে এলবিডব্লিউ আউট দিলেও রিভিউতে বেঁচে যায় টাইগারা।

ফর্মহীনতা অব্যাহত রয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। অফ স্পিনার দীপেন্দ্র ঐরীর বলে বোল্ড হন তিনি। বাংলাদেশ অধিনায়কের দুঃস্বপ্নময় বিশ্বকাপ চলছে।

এরপর সোমপাল কামির দ্বিতীয় শিকার হন লিটন দাস (১০)। আর ব্যক্তিগত ৯ রান করে তাওহীদ হৃদয়ও ফিরে গেছেন সাজঘরে। পরে দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে সেখানে থাক্কা খেয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত ১৩ রানে নিয়ে রান আউট হয়ে ফিরে গেছেন মাহমুদউল্লাহও। সর্বশেষ ১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাকিব ও মুক্তার আলী।

এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। নেদারল্যান্ডস ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন