প্রথম ৪ ওভারে আনা হয়েছে চার জন বোলারকে। কেউই সফল হননি। তবে নিজের দ্বিতীয় ওভারে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন তাসকিন।
জায়গা বানিয়ে খেলতে গিয়ে কাভারের ওপর ক্যাচ তোলেন লেভিট। সময় নিয়ে সহজ ক্যাচ নিতে ভুল করেননি হৃদয়। নেদারল্যান্ডস প্রথম উইকেট হারিয়েছে ৫.২ ওভারে সংগ্রহ ৩২।