Logo
Logo
×

খেলা

নভেম্বরে অ্যান্টিগা টেস্ট দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৪, ০২:০২ এএম

নভেম্বরে অ্যান্টিগা টেস্ট দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এ বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ, এটা আগে থেকেই জানা ছিল। বাকি ছিল শুধু কবে দুই দলের পূর্ণাঙ্গ সিরিজটি শুরু হবে। গতকাল সেটিও জানিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 

সূচি অনুযায়ী আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে তিন সংস্করনের ম্যাচগুলো খেলবে দুই দল। 

সবশেষ ২০২২ সালের সফরের মতো এবারও টেস্ট দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২২ নভেম্বর থেকে অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। এরপর ৮ ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই ওয়ানডে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। 

২০২২ সালের সফরে ওয়ানডে দিয়ে সফর শেষ করলেও এবার টি-টোয়েন্টি দিয়ে শেষ সমাপ্তি টানবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের প্রথমটি ১৫ ডিসেম্বর। দ্বিতীয়টি হবে ১৭ ডিসেম্বর। আর ১৯ ডিসেম্বরের ম্যাচ দিয়ে সফর শেষ হবে। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ সেন্ট ভিনসেন্টে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন